Saidur Trainer 2 years ago |
২০২০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের মতো এবারের দলটিকেও বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে বোর্ড। এরই মধ্যে স্টুয়ার্ট ল’র অধীনে বাংলাদেশ দল পাকিস্তানে একটি সিরিজ খেলে এসেছে। এপ্রিলে দেশের মাটিতে ফিরতি সিরিজ খেলবে।
বিসিবি জানিয়েছে, একটি চারদিনের, পাঁচটি একদিনের ও একটি টি টোয়েন্টি ম্যাচ হবে দ্বিপক্ষীয় এ সিরিজে। হোম সিরিজের আগে আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে যুবারা।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করবে সিরিজটি। যেখানে বাংলাদেশের সঙ্গে থাকছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল।
২০২৪ সালে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এখনো প্রায় ১ বছর দল গোছানোর সময় পাবে বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগ। তাই বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে চায় না তারা। বরং ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল) থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে যোগ করার উদ্যোগ নিয়েছে। ওয়াইসিএলের খেলা চলায় খেলোয়াড় বাছাইয়ের কাজ করছেন জুনিয়র নির্বাচকরা।
Alert message goes here